সংসদীয় আসন পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি চলছে, মারামারির পর পক্ষে-বিপক্ষে আলাদা ডায়াস
সংসদীয় আসন পুনর্নির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি চলছে। এদিন, দাবি আপত্তিকারী বা আবেদনকারীরা পৃথক ডায়াসে তাদের যুক্তিতর্ক তুলে ধরেন। গতকাল রোববার বিকেলে, ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের শুনানিতে মারামারি হওয়ার পর সেদিন বিকেল থেকেই অবশ্য পক্ষ-বিপক্ষের জন্য পৃথক ডায়াসের ব্যবস্থা করা হয়।