যেসব কারণে পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে নারী
মহামারি, দুর্ভিক্ষ কিংবা দাসত্বের মতো কঠিন সময়েও পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে নারীরা। একাধিক গবেষণায় প্রমাণিত একটি বৈজ্ঞানিক সত্য। নারীদেহ গঠিত হয়েছে সহনশীলতা, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর জন্য। জটিল প্রজননব্যবস্থা, মাসিক চক্র, গর্ভধারণ, প্রসব ও স্তন্যদানের মতো শারীরিক চাপ সত্ত্বেও নারীরা শুধু তা সামালই