অথই পানি, দুর্গম যাতায়াত
চারদিকে অথই পানি, দৃষ্টিসম দূরত্বে ছোট ছোট কচুরিপানার ঝোপের মতো ভাসে গ্রামগুলো। বর্ষার জলে দাঁড়িয়ে থাকা হিজল-করচ গাছ ফসলি জমির চিহ্ন বহন করে। মনে হয় কখনও ডুবে, কখনো ভাসে ঢেউয়ের দোলায়। মৎস্য শিকারে ভাসে ছোট ছোট ডিঙি কোষা নৌকা।