সিংড়ায় জমি নিয়ে বিরোধ, গুলিতে আহত ৬
আহত ইব্রাহিম মিয়ার অভিযোগ, এলাকার বিএনপিকর্মী মানিক, রতন, রহিদুলসহ কয়েকজন তাঁদের পৈতৃক জমি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। গতকাল শনিবার সকালে জমিতে সেচ দিতে গেলে বাধা দেওয়া হয়। গতরাতে বাড়ি ফেরার সময় তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ সময় দৌড়ে পালাতে গেলে তাঁদের ওপর ছররা গুলি ছোড়া হয়।