মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ৪ সহোদর বোন
উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের কোনো পুত্র সন্তান নেই। চার মেয়ের মধ্যে মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় যথাক্রমে আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট মেয়ে মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশ