জনগণের আন্দোলনে উপদেষ্টাদের কী ভূমিকা, প্রশ্ন খোকনের
তারা কী নির্বাচিত সরকার, তাদের কী জনগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিক-ই না, বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের (উপদেষ্টাদের) কী ভূমিকা? জনগণ কী চায়, তারা কীভাবে বুঝবে।