দেবিদ্বারে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল
সেতুর দুই পাশে কোনো রেলিং নেই। বেশির ভাগ পিলারে বড় বড় ফাটলও ধরেছে, খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, মেয়াদ শেষ বহু আগে। এরপরও এমন ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার