সাতক্ষীরায় ডিবির হেফাজতে একজনের মৃত্যু, পরিবারের দাবি হত্যা
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ডিবি পুলিশের হেফাজতে বাবলু সরদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ডিবি পুলিশের হাজত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাবলু সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করা হয়েছে।