সোনারগাঁয়ে কাশবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, কয়েক লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কাশবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে ছাই হয়ে গেছে কাশবন। ফলে কাশবন ক্রয় করা শ্রমিক ও মালিকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাতে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীর তীরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বালুর মাঠে জন্মানো বিশাল কাশবনে এই ঘটনা ঘটে।