১৫ বছর পর বাবা ফিরলেন, সেদিনই ছেলের লাশ
মাত্র ২ বছর বয়সের ছোট্ট নুরুদ্দিনকে রেখে পনের বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাবা কামাল হোসেন। দীর্ঘ ১৫ বছর পর গতকাল মঙ্গলবার (২৪) জুন দেশে ফিরে আসেন তিনি। কিন্তু নিয়তির নির্মমপরিহাসে সেই নুরুদ্দিনের সঙ্গে দেখা হলো না বাবার। যেদিন বাবা কামাল হোসেন ফিরে এলেন, ঠিক সেদিনেই লাশ হয়ে বাড়িতে ফিরল নুরুদ্