Ajker Patrika

পটিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

পটিয়া সংবাদদাতা নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রচণ্ড ধাক্কায় দুই বাসই দুমড়েমুচড়ে মহাসড়কের মাঝখানে আটকে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে রয়েছে।

জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাতকানিয়ার নাইম উদ্দিন (২২) ও ইসমাইল (২৯); লোহাগড়ার আলিফ (২২), আসিফ (৩০) ও প্রফেসর আহমদ কবির (৪৮); রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), পটিয়ার জিরি এলাকার মানিক (২৩) ও ফকিরপাড়ার নাছির উদ্দিন (৪৫); রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), বোয়ালখালীর আলী হায়দার (২৬), ডুলহাজারা মালুমঘাটের জালাল উদ্দীন (২৫), চকরিয়ার হারবাং এলাকার নুর বানু (১৮) ও পটিয়ার উত্তর দেওয়াং এলাকার মানিক (২৩)। আহত অন্যদের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ঈগল পরিবহন ও সৌদিয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে যান চলাচল থমকে যায়। আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত