‘এক বেলার ভাত জুটাইতেও দেনা করতে হয়’
‘প্যাটিস নিবেন! হট প্যাটিস! ছোটডা পাঁচ টাকা, বড়োডা দশ।’ কাঠফাটা রোদে ফুলার রোডে এভাবেই ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করছিলেন হাসমত আলী। রাস্তায় কিছু লোক থাকলেও হট প্যাটিস নিতে আসছেন না কেউই। তাই ক্লান্ত শরীরে বিষণ্ণ মুখে ফুটপাতে বসে পড়েন।