আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, জাহাঙ্গীরের শ্বাসনালিসহ শরীরের ৯১ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক হওয়ায় গতকালই তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। মধ্য রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।