নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে টানটান উত্তেজনা
উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিনতলা, শ্রীসাইলাম এবং নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।