ভারতে গণতন্ত্র ‘আক্রান্ত’ জোট করছেন বিরোধীরা
ভারতে গণতন্ত্রই আক্রান্ত—এই অভিযোগ তুলে বিজেপিবিরোধীরা একজোট হতে শুরু করেছে। রাজ্যে রাজ্যে নিজস্ব রাজনীতির বাধ্যবাধকতা মাথায় রেখেও কংগ্রেসকে সামনে রেখে জোটবদ্ধ হওয়ার প্রয়াস চলছে পুরোদমে। জাতীয় সংসদের অধিবেশন সেই প্রক্রিয়াকে আরও বেগবান করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।