অবশেষে সাদা পোশাকে রঙিন তাসকিন
আন্তর্জাতিক আঙিনায় কাটিয়ে দিয়েছেন সাত বছর। এই সময়ে সাফল্য আর ব্যর্থতা–দুটোর সঙ্গেই দেখা হয়ে গেছে তাঁর। দারুণ বোলিংয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন। আবার বাজে বোলিংয়ে তলিয়ে গেছেন ব্যর্থতার চোরাবালিতে! সম্ভাবনা আর আফসোসের যুগলবন্দী হচ্ছেন তাসকিন আহমেদ।