কীটনাশকের বিকল্প পার্চিং
তারাকান্দায় ধানখেতে পোকা দমনে কীটনাশকের পরিবর্তে এখন জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি। ধানি জমিতে গাছের ডাল, খুঁটি ও বাঁশের কঞ্চি পুঁতে তৈরি করা হচ্ছে পার্চিং। এর ওপর বিভিন্ন প্রজাতির পাখি বসে ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। এ পদ্ধতি ফসলের পোকা দমনের কম ব্যয়ের এবং পরিবেশবান্ধব বলে সংশ্লিষ্ট ব্যক্