টেস্ট থেকে বাদ পড়েই হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরি, পারভেজের তৃতীয়
ডিপিএলে রানের ফোয়ার ছুটছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ৬ ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিটা অবশ্য বৃথা গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে তাঁর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বৃষ্টি আইনে ১ উইকেটে হেরে যাওয়ায়।