Ajker Patrika

টেস্টে মুশফিকের বদলি হৃদয়

আপডেট : ২০ মার্চ ২০২৪, ২০: ৩৩
টেস্টে মুশফিকের বদলি হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ায় টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটারের বদলি হিসেবে আজ তাওহীদ হৃদয়ের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রথমবারের মতো দীর্ঘ সংস্করণের দলে ডাক পেয়েছেন হৃদয়। ২০২৩ সালে বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্টে তাঁর জায়গা হচ্ছিল না। অবশেষে সেই সুযোগটা পেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের কোনো একটিতে অভিষেক হলেই চক্রও পূরণ হবে উদীয়মান ব্যাটারের। তিন সংস্করণে বাংলাদেশের হয়ে খেলার। 

প্রথম শ্রেণির পারফরম্যান্সও দুর্দান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের বেশি করা হৃদয়ের। ১৪ ম্যাচে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি। ৪ ফিফটির বিপরীতে ৩ সেঞ্চুরিও করেছেন ২৩ বছর বয়সী ব্যাটার। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস ২১৭ রান। 

আগামী ২২ মার্চ টেস্টে মুশফিককে না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় ধাক্কার। লাল বলের ক্রিকেটে ১০ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৫৬৭৬ রানের মালিক ব্যাটিংয়ে বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ব্যাটার। দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞাসম্পন্ন এই ব্যাটার সর্বশেষ ওয়ানডে সিরিজেও দুর্দান্ত ছন্দ ছিলেন। তিন ম্যাচে ১৩৫ রান করে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন। অবশ্য তাঁর বদলে সুযোগ পাওয়া হৃদয়ও দারুণ ছন্দে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১২১ রান করেন তিনি। এবার সেই ছন্দটাই ক্রিকেটের আদি সংস্করণে দেখানোর পালা হৃদয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত