পদ্মার পাড়ে রিয়াজ ও মম
মানিকগঞ্জের গোপীনাথপুর থেকে প্রায় এক ঘণ্টার ট্রলারযাত্রা শেষে যে ঘাটে পৌঁছানো গেল, তার নামটি বেশ সুন্দর—গঙ্গাদধি। অনেকটা দূর থেকে আভাস পাওয়া যাচ্ছিল, ওখানেই চলছে শুটিং। নদীর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। তাঁরা শুটিং দেখতে এসেছেন। কেউ আশপাশের গ্রাম থেকে, কারও বাড়ি আরও দূরে। তাঁদের কয়েকজনের সঙ্গে