সিনেমার অনেকটা জুড়ে আছে আমার জীবনের কাহিনি
গোয়িং হোম সিনেমার গল্পটা কেমন?
একে ‘রাইয়ান’-এর শেষ অংশও বলা যেতে পারে। সিনেমার অনেকটা জুড়েই আমার জীবনের কাহিনি। আমার জীবনের কষ্টটা সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। আসলে, এটা এক যুবকের গল্প। সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তাকে খোঁজার গল্প। এর বাইরে ভিন্ন একটা গল্প আছে, সেটা দর্শক হলে গিয়ে জানতে পারবে।