ও বলেছিল হাতটা শক্ত করে ধরতে, কিন্তু ধরা যায় না ভাই, সব পুড়ে শেষ!
বগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু বাচ্চা বের করছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’