একাধিক আবেদনের জের, টিকেও ভর্তির সুযোগ শেষ
‘আমি তো কম্পিউটারের কিছু বুঝি না। দোকানদাররে কইছি, সে ফরম পূরণ করে দিছিল। চারটা আবেদন করে দিছে। ছেলে লটারিতে টিকছে। ভর্তির টাকাও জমা দিছি। এখন স্কুলের স্যাররা কইতেছে, ভর্তি হবে না।’ ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারিতে নির্বাচিত হলেও এখন ভর্তি করাতে না পারায় কথাগুলো বলেন কুড়িগ্রাম সদর উপজেলার এক অভি