১৫ মাসেও শেষ হলো না ১২০০ জরুরি নিয়োগ
‘ডিজি অফিস মন্ত্রণালয়ে পাঠায়, মন্ত্রণালয় ডিজিতে পাঠায়। সারা দিন বসে থেকেও কর্মকর্তাদের দেখা পাই না। আমাদের সঙ্গে সবাই ছলচাতুরি করছে। এই অফিস সেই ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত।’ কথাগুলো বলছিলেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগপ্রত্যাশী উত্তম কুমার।