সলেমানের সোলার পাম্পে চিন্তামুক্ত হাজারো কৃষক
আমন চাষাবাদের এ মৌসুমে বৃষ্টি সেভাবে হচ্ছে না। পাম্পের সাহায্যে খানখেতে সেচ দেওয়া যায়, কিন্তু সেখানেও সংকট। বিদ্যুতে যাঁদের পাম্প চলে, তাঁরা ভুগছেন লোডশেডিংয়ে; আর যাঁরা পাম্প চালান ডিজেলে, তাঁদের চিন্তা জ্বালানির বাড়তি দাম। এই যখন অবস্থা, তখন কয়েক হাজার কৃষকের চিন্তা কিছুটা লাঘব করেছেন কৃষক সলেমান আ