ব্যক্তিগত পার্কিং ছাড়া গাড়ি নয়, যে আইন জাপানের যানজট কমিয়েছে
জাপানে টয়োটা, সুজুকি, মাজদা, হোন্ডা, মিতসুবিশির মতো বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। ফলে দেশটিতে গাড়ির দাম তুলনামূলক কম। কিন্তু এখানে গাড়ির বিক্রি কম। শুধু তা–ই নয়, গাড়ি কেনার প্রবণতা দিন দিন কমছে।