মিয়ানমারের ব্যবসা বেচে দিল টেলিনর
মিয়ানমারে বিদেশি বিনিয়োগের মধ্যে টেলিনর অন্যতম বৃহৎ। এক দশক আগে সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণ শুরুর পর পশ্চিমা যে ক’টি কোম্পানি দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে বিনিয়োগ করেছে সেগুলোর মধ্যে টেলিনরের বিনিয়োগ ছিল সর্বোচ্চ।