শৈলকুপায় ইঁদুরের আক্রমণে গমের ক্ষতি, দিশেহারা কৃষক
শৈলকুপার কৃষকেরা জানান, উপজেলার কবিরপুর, বারইপাড়া, আউশিয়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকের খেতে শিষ বের হওয়ার সময় ইঁদুর আক্রমণ করে। এখন খেতজুড়ে শত শত গর্ত। গ্যাস ট্যাবলেট, বিষ প্রয়োগ করেও প্রতিকার মিলছে না। এক বিঘা জমিতে গম চাষে ১৪-১৫ হাজার টাকা খরচ হয়। ফলন আর বাজারে দাম ভালো পেলে ২৮ থেকে ৩০ হাজার টা