মাধ্যমিকের বই এসেছে ৩১%
এক দিন পরেই শুরু নতুন বছর। কিন্তু চাহিদা অনুযায়ী না আসায় জানুয়ারির শুরুতেই এবার নতুন বই পাচ্ছে না যশোরের অনেক শিক্ষার্থী। গতকাল বুধবার পর্যন্ত জেলায় প্রাথমিকের নতুন বই এসেছে চাহিদার ৭৩ শতাংশ। সবচেয়ে কম এসেছে মাধ্যমিক স্তরের, মাত্র ৩১ শতাংশ।