অনলাইন জুয়ায় হেরে ভারতে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা
অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারানোর পর ভারতের কর্ণাটকে মাইসুরু জেলায় একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন। সোমবার রাত ও আজ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন জোশ অ্যান্টনি, তাঁর ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা। ভারত, জুয়া, অনলাইন, বাজি, আত্মহত্যা, পরিবার