Ajker Patrika

শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযানে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৭

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো খেলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো খেলার অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

গতকাল রোববার রাতে শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল হাসান, এমরান হোসেন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ, আশরাফুল ইসলাম ও আবুল কালাম।

আটক ব্যক্তিরা হলেন মো. মোশাররফ হোসেন (৩১), মো. সেলিম মিয়া (৩২), মো. আবু বক্কর ছিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আব্দুর রহমান (৫২), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সোহেল রানা (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে ও জুয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায় জয়দেবপুর থানা-পুলিশ। এ সময় ঘরে তল্লাশি করতে ঢুকলে তাঁদের ঘিরে ফেলেন জুয়াড়িরা। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত মোশাররফ হোসেনসহ সাতজনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অভিযান চালানো স্থানটি দুই থানার সীমান্তে ছিল। জায়গাটা মূলত শ্রীপুর থানার অধীনে। জয়দেবপুর থানা-পুলিশ সেখানে অভিযানে গেলে জুয়াড়িরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে সাতজনকে আটক করি এবং পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত