আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে বাংলাদেশের ‘পাকঘর’
১৮ জুন থেকে মধ্য জার্মানির কাসেল শহরে শুরু হয়েছে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি ‘কন্টেম্পোরারি আর্ট’ উৎসব ‘ডকুমেন্টা ফিফটিন’। এটি মূলত একটি বৈশ্বিক ‘সমকালীন শিল্প’ প্রদর্শনী। পাঁচ বছর পর পর বসে এই উৎসব, চলে টানা ১০০ দিন। এ জন্য এই প্রদর্শনীকে...