এশিয়ান ‘জুজু’তে কাবু জার্মানি
রাশিয়া বিশ্বকাপে যেখানে শেষ করেছিল জার্মানি, কাতারে সেখান থেকেই হলো শুরু। চার বছর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে যে লজ্জায় ডুবেছিল চারবারের বিশ্বসেরা দলটি, এশিয়ার আরেক দল জাপান ফিরিয়ে দল সেই স্মৃতি। আট মিনিটের ঝড়ে জার্মান যন্ত্র বিকল করে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে উঠল নীল উল্লাস