জাতীয় পার্টির কাছে ভিপি নুর কোনো ফ্যাক্টর না: মোস্তফা
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নুরের দলকে আমাদের হিসাব করার সময় নাই। কোথায় কোন চুনোপুঁটি কী করল, এগুলো হিসাব করার সময় জাতীয় পার্টির নাই। তারপরও আমরা তাদের ঘোষণাটাকে হালকাভাবে নিইনি। আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে পার্টি অফিসের সামনে নেতা-কর্মীরা প্রতিদিনই জমায়েত আছি। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত থ