শিরিনের শেষ থেকে লড়াই শুরু লিনার
ধূসর রঙের চেয়ারের ওপর একটি আইডি কার্ড রাখা। কার্ডটি একজন সাংবাদিকের। ২০২২ সালের ২৮ জুন এমনই একটি ছবি নিজের টুইটারে প্রকাশ করেন লিনা আবু আকলেহ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বেড়ে উঠছি। প্রতিবছর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি শিরিনের সঙ্গে আসতাম। আজ তাঁর বসার জায়গাটি ফাঁকা।’