স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে!
সুখ-দুঃখ, প্রেম-বিরহ, ন্যায়বিচার-স্বাধীনতা-এসব বিষয় নিয়ে প্রাচীনকাল থেকে কত-না মানুষ ভাবছে! যুগে যুগে কবি-দার্শনিকেরা এসবের একেক দিক উন্মোচন করেছেন, দেখিয়েছেন নতুন দিগন্ত। সাধারণ মানুষের কাছেও এসবের আলাদা আলাদা অর্থ আছে।