ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির।
আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই।
তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন।
নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’
ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির।
আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই।
তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন।
নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে