অনলাইন ডেস্ক
ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির।
আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই।
তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন।
নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’
ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির।
আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়।
সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই।
তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন।
নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
৫ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
৫ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
৫ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
৫ ঘণ্টা আগে