গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে আরইপিজেড নিয়ে সংশয়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের রংপুর চিনিকলের (রচিক) জমিতে রংপুর রপ্তানি করণ এলাকা (আরইপিজেড) স্থাপন নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই চিনিকলের জমিতে আরইপিজেড স্থাপনে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে জানায় উপজেলা প্রশাসন। তবে সাঁওতালদের দাবি, সেটি তাঁদের পৈতৃক জমি। এই জমিতে আরইপিজেড নির্মাণ প্রতিহ