মেয়াদ ও সময় বাড়ানোর ফন্দি
নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সংযোগ সড়কের নির্মাণকাজ। মেয়াদ শেষের আগেই অজুহাত দেখিয়ে সময় বাড়ানোর চেষ্টা চলছে। সড়কের একটি অংশের ঠিকাদার কাজ শুরুর পর দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন। তাঁর কারণেই নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হচ্ছে না বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।