মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, প্রতিবাদে উত্তাল চবি
এ সময় শিক্ষার্থীদের ’সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ’আমার ভাই মরলো কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে’, ’বিএনপির অনেক গুন ১০ মাসে ১০০ খুন’, ’পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।