যাঁরা ভোট চান না, তাঁদের রাজনৈতিক দল করার দরকার কী: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আপনারা যাঁরা ভোট চান না, তাঁদের রাজনৈতিক দল করার দরকার কী! নির্বাচন করবেন না, আবার বলবেন আমি রাজনৈতিক দল; জনগণের কাছে যেতে চাইবেন না, আবার বলবেন, আমি রাজনৈতিক দল; তো আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে। এটাই তো রাজনীতি....