গ্রিসে ঠিকই পৌঁছলেন গোলাপগঞ্জের ইমরান, তবে লাশ হয়ে
উন্নত জীবনের আশায় অবৈধপথে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবক ইমরান; পৌঁছলেনও। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। উপার্জনের স্বপ্ন পূরণ না হওয়া এ যুবকের মরদেহটি এখন গ্রিসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে।