ভারতের বিপক্ষে পাকিস্তানই চাপে থাকবে, বলছেন গম্ভীর
বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভের দ্বিতীয় দিন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানই চাপে থাকবে বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।