বাহ্! কী সুন্দর!
এ এক দিগন্তজোড়া বিল। আর বিলজুড়ে পদ্মফুল। গোলাপি আর সাদা রঙের পদ্ম যেন বিছিয়ে আছে বিছানার মতো। চারদিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে যত দূর চোখ যায়, শুধু পদ্ম আর পদ্ম। পুরো ফোটা, আধা ফোটা, কুঁড়ি—শত শত ফুল। তিন কোনা বাটির মতো অসংখ্য পদ্মচাক (পদ্মবীজ) মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।