এবার ফাঁস হলো প্যানডোরা পেপারস, রয়েছে অন্তত ৩৫ বিশ্বনেতার নাম
লুক্সেমবার্গ লিকস, সুইস লিকস হয়ে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস বিশ্বের বহু কিছুই ওলটপালট করে দিয়েছে। আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেওয়া এই গোপন নথিগুলো প্রকাশের পর বহু দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও এসেছে বড় পরিবর্তন। এ