এক রাতে ৮ গরু চুরি
খেতেন দুধ-ভাত। সংসারও চলছিল ভালো। সেই সংসার এক রাতেই তছনছ করে দিল চোরেরা। গত শনিবার গভীর রাতে আব্দুল খালেকের চারটি বিদেশি জাতের গাভি ও চারটি বাছুর চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের চক্র। পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামে এ ঘটনা ঘটেছে।