প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।
একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।
মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।
উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত দশ দিনে দুইটি ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি গেছে।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমের ধান কাটা শেষ হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চোরের উপদ্রব বেড়েছে। গত দশ দিনে উপজেলার মাস্কা ও চিরাং ইউনিয়ন থেকে অন্তত ১৫টি গরু চুরি হয়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে উপজেলার মাস্কা ইউনিয়নের বালিজুড়ামাইজ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছোট-বড় মিলিয়ে চারটি গরু চুরি যায়। এ ছাড়া ৬ জুন রাতে একই ইউনিয়নের পানগাঁও গ্রামের নুরুল হকের একটি ষাঁড়, দুটি গর্ভবতী গাভি ও দুটি বকনা বাছুরসহ পাঁচটি গরু চুরি হয়ে গেছে।
একইভাবে ১ জুন রাতে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষকের সেলিম আহমেদের গোয়ালঘর থেকে দুটি গাভি, একটি বকনা বাছুর ও দুটি ষাঁড় বাছুর চুরি গেছে। চুরি যাওয়া মোট পাঁচটি গরু দাম প্রায় দুই লাখ টাকা।
মাস্কা ও চিরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক কষ্টে গরু লালনপালন করেন তাঁরা। চোর গোয়ালঘর খালি করে নিয়ে গেছে। তাঁদের পথে বসিয়ে দিয়েছে গরু চোরেরা। নিরুপায় হয়ে গরু চুরি ঠেকাতে রাত জেগে এখন গোয়ালঘর পাহারা দিচ্ছেন তাঁরা।
উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমার ইউনিয়নেই একাধিক কৃষকের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকার কৃষকেরা এখন চরম আতঙ্কে আছেন। এ অবস্থায় কৃষকদের স্বার্থে গরু চুরি রোধ এবং চোরদের ধরতে থানা-পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।’
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় সড়কে থানা-পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। এ ছাড়া গ্রামাঞ্চলে গ্রাম পুলিশের পাহারা জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫