খুবিতে ই-নথি প্রচলনে শিগগিরই পাইলটিং শুরু হবে: খুবি উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিগগিরই ই-নথি প্রচলনে দু-এক মাসের মধ্যে পাইলটিং শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘ই-নথি চালু হলে সময় বাঁচবে, জবাবদিহি নিশ্চিত হবে এবং দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ করা যাবে।’