তিন দশক পর খুলনায় নাছিরপুর খাল উদ্ধার, উচ্ছ্বাস এলাকাবাসীর
এলাকাবাসী জানান, খালটি ঘিরে আশপাশের ২০টি গ্রামের লক্ষাধিক মানুষের জীবিকা ও পানির উৎস নির্ভর করত। দীর্ঘ তিন দশক খালটি অবরুদ্ধ থাকায় পানির সংকট, ঘের ব্যবসায় ক্ষতি ও কৃষিকাজে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়। খাল উন্মুক্ত হওয়ার পর হাজারো নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে মাছ ধরতে নামেন।