করোনার সময় একজনও না খেয়ে মরেনি: খাদ্যমন্ত্রী
যারা অতীতে কিছু দিতে পারে নাই, তারা আর কোনো দিন দিতেও পারবে না। তারা করোনার সময় বলেছিল দুই লাখ লোক না খেয়ে মারা যাবে। কিন্তু একজনও না খেয়ে মারা যায়নি, বরং রিলিফে রিলিফে ভরিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেও তারা বলেছিল দুর্ভিক্ষ হবে, কিন্তু? তারা সব সময় মিথ্যা কথাই বলবে। আপনাদের কাছে অনুরোধ সে দিকে কান না